স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর-চাঁদপুর-মাঝিয়ালী
মাঠে কর্মরত কৃষক ও পথে চলা ভ্যান চালক-পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৭ শে এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃবান্ধবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থা
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারন সম্পাদক সন্জয় কুমার,সাংগঠনিক সম্পাদক আব্রাহাম করিম, প্রচার সম্পাদক আশিকুর রহমান রিপন,দপ্তর সম্পাদক নিরব জহির, সদস্য মোশাররফ হোসেন, সৈকত, রমজান, হাসান,প্রমুখ।
এবিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মুর্শিদ হাসান ইমন বলেন,যশোরসহ সারাদেশে তীব্র তাপ দাহ প্রবাহিত হচ্ছে।এর মধ্যে যশোর তাপমাত্রার তীব্রতা অন্যান্য জেলার থেকে বেশি কিন্তু তারপরও কৃষক,শ্রমিক,ভ্যানচালক জীবন ও জীবিকার তাগিদে মাঠে ধান কাটছেন,রাস্তার ভ্যান চালাচ্ছেন । আমরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি । আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
শেয়ার করুন