মাতৃমঙ্গল হাসপাতালে সিলেটের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

সিলেট

সারাদেশের ন্যায় সিলেটে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) পালন করা হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সকাল পৌনে ১০টায় রেড ক্রিসেন্ট সিলেট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার এর সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়ের এমও সিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।

এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূরুল আলম খান, রেড ক্রিসেন্ট সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, যব প্রধান পলাশ গুন, উপ যুব প্রধান-২ বদরুল আজাদ শুভ, কার্যকরী সদস্য শামীমা ইসলাম শিলা, যুব সদস্য কুলসুমা বেগম সাথী।

যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সি এবং ১২ মাস থেকে ৫৯মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *