মাধবপুরে চা-বাগান মন্দিরের শিবলিঙ্গ ভাংচুর

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগান মন্দিরের শিবলিঙ্গ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৭মার্চ) রাতে তেলিয়াপাড়া চা-বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চা-বাগানের শ্রমিকদের ধারনা ধর্মীয় উন্মাদনা সুষ্টির লক্ষে কোন ধর্মীয় উগ্রবাদি গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে চা বাগানের সাধারন শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় উৎসব কমিটির সভাপতি নিরোধ পান মাধবপুর থানায় সোমবার দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রবিবার দিবাগত রাতে তেলিয়াপাড়া চা বাগানের শিব মন্দিরের শিবলিঙ্গ এবং বাৎসরিক উৎসবের সাজসজ্জার ধর্মীয় লেখা সম্বলিত বিভিন্ন উপকরন ভেঙ্গে ফেলেছে। তাদের ধারনা ধর্মীয় উগ্রবাদি কোন গোষ্টি আতংক সৃষ্টির করার জন্য মন্দিরের শিবলিঙ্গ ও উৎসবেরর উপকরন ভেঙ্গে ফেলেছে। বাগানের সভাপতি খোকন পানতাতী বলেন, এ ঘটনায় বাগানের সাধারন শ্রমিকরা ব্যতিত হয়েছেন। তাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সিসি ক্যামেরার ফুটেস দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ সক্রিয় রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, ধর্মীয় উৎসবের জন্য সরকারি ভাবে অনুদান প্রদান করা হয়েছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, চাবাগানে যাতে ধর্মীয় উৎসব শান্তিপূর্ন ভাবে পালন করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *