মাধবপুরে পরীক্ষায় উত্তর বলে দেয়ায় সহ সুপার গ্রেফতার

হবিগঞ্জ

 

রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার অডিও প্রকাশের পর সহ সুপার কে আটক করে পুলিশে দিলেন ইউএনও। অভিযুক্ত সহ সুপার মোঃ সেলিম মিয়ার নামে রোববার রাতে থানায় কেন্দ্র সচিব সিদ্দিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।
তিনি মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সহ সুপার। মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজে দাখিল পরিক্ষার বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময় রবিবার মোঃসেলিম মিয়া অফিস সহায়ক হিসাবে ডিউটি করছিলেন। এসময় বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের উত্তর পরিক্ষাথীদের মুখে বলে দিচ্ছিলেন তিনি। এর একটি ভয়েস রেকর্ড উপজেলা নির্বাহী অফিসারের হস্তগত হয়। এটি পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল অন‍্যায় ভাবে পরিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত‍্যতা স্বীকার করেন।উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে। এব‍্যাপারে মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান কেন্দ্র সচিব মোঃ সিদ্দিকুর রহমান বাদি হয়ে রোববার রাতে একটি মামলা করেন। পুলিশ সোমবার (২৬ ফেব্রুয়ারী) মোঃ সেলিম মিয়াকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *