মাধবপুরে বিশ্ব শান্তি ও মানব কল্যান কামনায় হরিনাম সংকীর্ত্তন ও মহাযজ্ঞ

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব শান্তি ও মানব কল্যান কামনায় ৩২ প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীত্তন মহাযজ্ঞ শুরু হয়েছে। শুক্রবার(১৮ নভেম্বর) ভোর থেকে আদাঐর গ্রামের শ্রীগুরু চৈতন্য সংঘের আয়োজনে শ্রীশ্রী দেবব্রত গোস্বামীর মন্দিরে ৫০ তম বার্ষিক উৎসব শুরু হয়। শ্রীমভবদগীতা পাঠের মাধ্যমে উৎসব শুরু হয়। আগামী ২১ নভেম্বর পর্যন্ত হরিনাম যজ্ঞ ও হরিনাম র্কীতন চলবে। প্রথম দিনেই কয়েক হাজার ভক্ত আশ্রমে ভিড় করেন। খুলনা, নরসিংদী, চট্রগ্রাম , ভোলা, সিলেট থেকে অনেক দল এসে র্কীতন পরিবেশ করবেন। অনুষ্টানে পুলিশ, গ্রামপুলিশ ,বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজদারি রয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দেবব্রত গোস্বামী আশ্রমে র্কীতনে শান্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনী সবোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাছাড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *