মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হবিগঞ্জ

 

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম@ শিরন মিয়া (৭২) ইন্তেকাল করেছেন।
বুধবার (০৪ জানুয়ারি) ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি।এদিন বিকাল ৩টায় উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম@ শিরন মিয়ার কফিনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এসময় উপস্থিত ছিলেন-কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)মোঃ ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খান, বীর মুক্তিযোদ্বা জারু মিয়া, ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্বা কমান্ডার তৈয়ব আলী, বীর মুক্তিযোদ্ধা মোকসুদ আলী, ইদ্রিস আলী অরফে দুলা মিয়া, নুরুল আহমেদ খাঁ, আমিন মিয়া, আব্দুল আওয়াল, ধর্মঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল বর্তমান চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।পরে মরহুমের নামাজের জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *