মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত জেনারেল সার্জারী চালু হয়েছে

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত (এপেন্ডিসেকটমি) অপারেশন এর মধ্য দিয়ে জেনারেল সার্জারির চালু হয়েছে।বৃহস্পতিবার(৯ মে) সকালে উপজেলার রাজনগর গ্রামের রমজান মিয়ার(২৫) এপেন্ডিসেকটমি অপারেশন এর মধ্য দিয়ে জেনারেল সার্জারির চালু হয়েছে।উপজেলা স্বাস্থ‌্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃএএইচএম ইশতিয়াক মামুন স্বার্বিক তত্বাবধানে সার্জারী পরিচালনা করেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরী,জুনিয়র কনসালটেন্ট (সার্জারী),ডাঃ সুদীপ চৌধুরী,জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া),ডাঃ আবুল হাসনাত,আবাসিক মেডিকেল অফিসার,সহকারী সার্জন হিসাবে দায়িত্বে ছিলেন ডাঃ রকিবুল ইসলাম সহ সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য স্টাফ বৃন্দ।বিনামূল্যে অপারেশন করাতে পেরে খুশি রোগী রমজান মিয়া। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন টিমে অংশ নেওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রমজান মিয়া।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেল সার্জারী চালু হওয়ায় মাধবপুর উপজেলা সহ পার্শবর্তী কয়েকটি উপজেলার রোগীরা উপকৃত হবেন।উপজলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:এএইচএম ইশতিয়াক মামুন বলেন, এপিন্ডিসেকটিম রোগীরা সরকারি খরচে শুধু মাত্র ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন,অপরদিকে বেসরকারি হাসপাতাল গুলোতে এর চিকিৎসা অনেক ব্যয় বহন করতে হয়। তিনি আরও জানান এখন থেকে নিয়মিত হারনিয়া, হাইড্রোসিল, এপেন্ডিসেকটমী , পাইলস এর অপারেশন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *