মা হলেন আলিয়া ভাট

বিনোদন

বহু জল্পনা কল্পনার পর অবশেষে মা হলেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট। রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের এইচএন রিলায়্যান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রনবীর কাপুর। সেখানেই কন্যাসন্তান প্রসব করেন এই অভিনেত্রী। খবর আনন্দবাজারের।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে বিয়ে হয় রনবীর-আলিয়ার। এর পর জুন মাসে তাদের সন্তান আগমনের খবর ভক্তদের সাথে ভাগাভাগি করে নেন এই তারকা দম্পতি। তখন আলিয়া লন্ডনে তার প্রথম হলিউডের সিনেমা হার্ট অব স্টোনের শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

আলিয়া হাসপাতালে পৌঁছানোর পর একে একে রওয়ানা দেন কাপুর ও ভাট পরিবারের বাকি সদস্যরা। যেহেতু আলিয়ার নরমাল ডেলিভারি প্রত্যাশা ছিলো তাই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের বিলাসবহুল লেবার রুমে। অবশেষে নবজাতকের কান্না শোনা গেল। কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *