সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবেন।
মূলত চিকিৎসার জন্য ব্যংকক যাচ্ছেন মেয়র আরিফ। তাঁর সাথে স্ত্রী সামা হক চৌধুরী রয়েছেন।
সিসিকের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় যান মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা সোয়া ১টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যংককের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি।
জনসংযোগ শাখা জানায়, কয়েক সপ্তাহ ধরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতায় ভুগছেন। এরই মধ্যে তিনি সিলেট ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য এখন তিনি ব্যাংককে যাচ্ছেন।
নিজের সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র আরিফ।
আগামী ২ অক্টোবর সিসিক মেয়রের দেশে ফেরার কথা রয়েছে।
শেয়ার করুন