স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের উপর অবস্থিত নতুন ব্রীজের দক্ষিণ-পূর্ব পাশে সরিষা ক্ষেতে( দেয়াপাড়া)অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫)মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে আশপাশের কেউ মৃতের পরিচয় জানাতে পারেনি।
আজ রবিবার(১৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গিয়ে সরিষা ক্ষেতে মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন- সংবাদ পেয়ে দেয়াপাড়া থেকে একটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করার হয়েছে এবং এখনও মৃতের পরিচয় জানা যায়নি ।