যশোরে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

জাতীয় শিক্ষা

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ ( ১৭ সেপ্টেম্বর) শনিবার সকাল এগারোটায় যশোর সদর উপজেলা মিলনায়তনে মেডিকেল, ইন্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৫৪ জন শিক্ষার্থীকে ৭ লক্ষ ১৪ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

ইংল্যণ্ডে অবস্থিত বাংগালীদের সেবামুলক সংগঠন। ECHo( এডুকেশনাল চেরিটেবল এণ্ড হিউমেনিটারিয়ন অর্গাইজেশনন) র আর্থিক সহযোগীতায় বাংলাদেশি সংগঠন AMAN ( এসোসিয়েশন ফর মাস এ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক) দেশের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের সন্তান যারা উচ্চ শিক্ষায় অধ্যায়নরত তাদের শিক্ষা সমাপ্ত হওয়া পর্যন্ত প্রতি বছর এ বৃ্ত্তি প্রদান করে।

যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যানের সম্পাদক একরামউদৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার অনুপ কুমার দাস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর মেডিক্যেল কলেজের শিক্ষক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন অর রশীদ।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয় বলেন- এই বৃত্তির অর্থ সামান্য হলেও তাদের লেখাপড়ায় অনেকাংশে সহায়ক হয়েছে। এ জন্য তারা ইকো ও আমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও সমাজের বিত্তবান সকল লোককে এ ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *