স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ
যশোর জেলার অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের বাবলা তলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা রাজু মোল্ল্যাকে ছুরিকাঘাত করে হত্যা করায় অভয়নগর থানা পুলিশ গতকাল বিকালে ভাইপো রাকিবুল (২৬) কে আটক করে।
আটককৃত রাকিবুল ১ নং প্রেমবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন খোকনের বড় ছেলে। সে মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।
উল্লেখ্য গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ফ্রিজে বাটা আদা রাখাকে কেন্দ্র করে রাতে নিজের আপন চাচা রাজু মোল্লা (৪০) কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নেশাগ্রস্ত ভাইপো রাকিবুল। চাচা রাজুকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। রাজুর অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।