যশোরে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জাতীয় রাজনীতি

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

বিএনপির অংগ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় যশোরেও নেওয়া হয়েছে নানামুখী কর্মসূচি।

তারই ধারাবাহিকতায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) সকালে শহরের কারবালা কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারতসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন যুবদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

বিকালে যশোরের লালদীঘি পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়। যুব সমাবেশকে কেন্দ্র করে জেলা ছাত্রদল, জেলা যুবদলসহ বিভিন্ন অংগ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দুপুরের আগে থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা যুবদলের সহ সভাপতি আমিনুর রহমান মধু, মিন্টু মন্ডল, সাইদুর রহমান বিপুল, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- এ সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের পূর্বে বাস ধর্মঘট ডাকছে। তার পরেও জনগণ বিএনপির ডাকে রাজপথে আসছে; মিছিল মিটিং সমাবেশে যোগ দিচ্ছে। বিএনপি জনগণকে নিয়ে জীবনবাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে কেউ রুখতে পারবে না। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের দাবিতে বিএনপি মাঠের আন্দোলনে করে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *