যশোরে বিএনপির গণ জমায়েত ও পদযাত্রা

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরে বিএনপির গণ জমায়েত ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর বারটায় যশোর টাউনহল মাঠে গণ জমায়েত অনুষ্ঠিত হয়।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ জমায়েতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি নেতৃবৃন্দ।


গণ জমায়েতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন,বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি কবরে থাকা মানুষের ভোট, রাতের ভোট বন্ধ করতে। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। যে কারণে সরকার ভূত দেখার মত ভয় পেয়েছে। তাই তারা জোরে জোরে কথা বলে।

তিনি আরও বলেন, সরকারের অপপ্রচার মানুষ বিশ্বাস করে না। মানুষ এখন বিএনপিকে বিশ্বাস করে। এ রাষ্ট্র জনগণের। ফলে আপনাদের অত্যাচারের মানি না। সংসদ ভেঙ্গে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। এই নির্বাচন কমিশন মানি না। বিএনপি জেগেছে। দেশের মানুষকে সাথে নিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।

বক্তব্য শেষে জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশ গ্রহন করেন। পদযাত্রাটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে মাইকপট্টি, চৌরাস্তা হয়ে আরএন রোড পর্যন্ত যায়। সেখানে পুলিশ বাধা দিলে পদযাত্রাটি বিএনপি কার্যালয়ে ফিরে আসে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *