স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ হকি লীগ-২০২২-২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায়
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হকি লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।
যশোর জেলা ক্রীড়া সংস্থার হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব এসএম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, ব্যবস্থাপক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ, যশোর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব কবির, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, যশোর, জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, হকি খেলা এক সময়কার অতি জনপ্রিয় একটি খেলা ছিলো। আমি বিশ্বাস করি এই সকল আয়োজনের মধ্য দিয়েই হকি তার পুরোনো ঐতিহ্য আবার ফিরে পাবে। তিনি আরো বলেন, একমাত্র খেলাধুলাই পারে দেশ ও সমাজ থেকে চিরতরে মাদক সহ সন্ত্রাসীমূলক কর্মকান্ড দূর করতে।
পরিশেষে তিনি আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারী সকল দলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় তিনি চ্যাম্পিয়ন ইয়থ স্টার ক্লাব ও রানার্স আপ মিতালী সংঘের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য ১৮ বছর পর অনুষ্ঠিত যশোর হকি লিগে ইয়থ স্টার ক্লাব ২-১ গোলে জয়লাভ করে।
ফাইনালে তাসিম হোসেনের গোলে এগিয়ে যায় মিতালী সংঘ। তারা ৩৩ মিনিটে সমতায় ফেরে শাহিনের করা ফিল্ড গোলে। এরপর ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন হৃদয়।