সিলেটে অবরোধ চলাকালে পুলিশী হেফাজতে নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা জিলু আহমদ দিলুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি প্রতিনিধি দল নিহত যুবদল নেতা জিলুর বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে ছিলেন- জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈনুদ্দিন সুহেল ও জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।
শেয়ার করুন