মহাসড়কে নসিমন, করিমনসহ তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রংপুরে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক সমিতি।
ধর্মঘটের কারণে রংপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি অন্য জেলা থেকেও রংপুর রুটে বাস চলছে না। ধর্মঘটের আওতায় রয়েছে ট্রাক ও মাইক্রোবাসও। পরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বিকল্প পন্থায় গন্তব্যে যাচ্ছেন তারা। এতে গুণতে হচ্ছে বাড়তি খরচও। মালামাল পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
পরিবহন মালিক নেতারা বলছেন, মহাসড়কে অবৈধ যান চলাচল ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে যৌথভাবে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
এদিকে বিএনপির অভিযোগ, শনিবার (২৯ অক্টোবর) বিভাগীয় গণসমাবেশে যেনো নেতাকর্মীরা উপস্থিত হতে না পারে; সেজন্যই সরকার এ ধর্মঘটের নাটক সাজিয়েছে।
শেয়ার করুন