রাঙামাটিতে মারামারি মামলায় সাজাপ্রাপ্ত আসামী জাহিদুল ইসলাম ওরফে দাতঁপড়া স্বপন কারাগারে

জাতীয়

আরিফুল ইসলাম:

আজ বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম ওরফে দাতপড়া বখাটে স্বপনকে ফৌজদারি মামলা নং জি আর ৬৮/২১ এর মুলে রাঙামাটি জেলা জজ কোর্টের বিজ্ঞ বিচারক ১ বছর ১ মাসের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা রায় কার্যকর করে তাকে জেল হাজতে প্রেরন করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে উক্ত মামলার বাদী ইকবাল জানান,বিগত অনেকদিন যাবত উক্ত দাতপড়া বখাটে স্বপনের অত্যাচারে আমার পরিবারসহ এলাকার একাধিক ব্যাক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।সে, তার ভাই এবং তার কিছু সহযোগীদের নিয়ে একাধিকবার আমার সম্পত্তি দখলের জন্য আমিসহ আমার বৃদ্ধ বাবাকে মারধর করে।যার পরবর্তিতে আমি একটি মামলা দায়ের করি।উক্ত মামলায় স্বপন ও ইয়াসিনের ১ বছর ১ মাস করে সাজা ও ১০ হাজার টাকা জড়িমানা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *