আজ দুপুরে রাজধানীর মৌচাকে পুলিশের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে।
পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে জামায়াতে ইসলামীর আজ ঢাকাতে কোনো মিছিলের অনুমতি নেই বলে দুপুরে পল্টনে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।
শেয়ার করুন