রাজা জিসি স্কুলে নিসচা’র সড়ক নিরাপওা ক্যাম্পেইন অনুষ্ঠিত

শিক্ষা সিলেট

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ অক্টোবর) সকালে সিলেট নগরীর বন্দরবাজারে রাজা জিসি মাধ্যমিক বিদ্যালয়র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রাজা জিসি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত এর সভাপতিত্বে ও নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন।

বক্তারা এসময় সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে অতিরিক্ত সময় হাতে নিয়ে স্কুলে আসার জন্য আহ্বান জানান। এতে সড়ক দূর্ঘটনা অনেকাংশেই কমে যাবে এবং দূর্ঘটনা এড়াতে রাস্তা চলাচলের ক্ষেত্রে  সব সময় রাস্তার ডান পাশ দিয়ে চলাচলের জন্য আহ্বান জানানো হয় এবং মাধ্যমিকে সকল  শ্রেণির পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা বিষয়ে অধ্যায় চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজা জিসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসিনা মমতাজ, সিনিয়র শিক্ষক মোঃ মানিক খান, বর্ণা চক্রবর্তী, মাকসুদুল আম্বিয়া, নিসচা সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক লোকমান হেকিম, অর্থ সম্পাদক মাকসুদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, আইন সম্পাদক হোসেন আহমদ, প্রচার সম্পাদক আহসান হাবীব, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ শাহরুখ অয়ন, সদস্য আবু জাবের মোহাম্মদ রোমান আহমেদ, মোহাম্মদ নূর আলী প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *