রোড ট্যাক্স পরিশোধে মিলবে ‘ই-ট্যাক্স টোকেন’

জাতীয়

রোড ট্যাক্স পরিশোধের পর কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়ির মালিক বা চালক মুদ্রিত সনদের মতোই এ টোকেন ব্যবহার করতে বা স্মার্টফোনে প্রদর্শন করতে পারবেন বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

রোববার (২৮ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযানের নির্ধারিত রোড ট্যাক্স পরিশোধের পরিপ্রেক্ষিতে কিউআর কোড সম্বলিত ই-ট্যাক্স টোকেন সনদ প্রদান করছে। মোটরযান মালিক বা চালকরা মুদ্রিত ট্যাক্স টোকেন সনদের ন্যায় ই-ট্যাক্স টোকেন ব্যবহার করে বা স্মার্টফোনে প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবেন। ই-ট্যাক্স টোকেনে প্রদত্ত কিউআর কোড দ্বারা বিআরটিএ-এর সিস্টেম বা অ্যাপস থেকে মোটরযানের ট্যাক্স টোকেনের বৈধতা সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *