র‌্যাবের হাতে বিশ্বনাথ আ’লীগের নেতা আবুল কালাম গ্রেপ্তার

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামকে মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল ১০টার দিকে সিলেট শহরতলীর তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯)’র একটি দল। তিনি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।

এরপর মঙ্গলবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আবুল কালামকে সিলেট কতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৯। তিনি সিলেট কতোয়ালী মডেল থানায় বিস্ফোরণ আইনে দায়ের করা একটি মামলার (মামলা নং ৩৭/৪৩৬) এজহারভূক্ত অভিযুক্ত (আসামী)।
সিলেট কতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) জিয়াউল হক বলেন, র‌্যাব কর্তৃক আটক হওয়া আবুল কালাম ৪ আগস্ট এর ভাঙচুর ও বিস্ফোরণ মামলার এজহারভ‚ক্ত আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *