সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এবং অনলাইন পোর্টাল সিলেট ওয়াচ এর সম্পাদক ইকবাল মাহমুদ এক সংক্ষিপ্ত সফরে লন্ডন এসেছেন। ১৩ অক্টোবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডন আসেন। সফরকালে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ভ্রমণ, মিডিয়া হাউজগুলো পরিদর্শন এবং সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
ইকবাল মাহমুদ সিলেট শহরের জালালাবাদ থানার অন্তর্গত কুমারগাঁও এলাকার বাসিন্দা। সিলেটের সাংবাদিকতা অঙ্গনে মেধাবী প্রজন্মের এক উজ্জ্বল প্রতিনিধি ইকবাল মাহমুদ। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ইকবাল মাহমুদ প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইনসহ গণমাধ্যমের সব শাখায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। ইতোপূর্বে তিনি দৈনিক সিলেটের ডাক, আমার দেশ, দ্যা ডেইলি সান, দ্যা ঢাকা ট্রিবিউন, দ্যা ফিনানশিয়াল এক্সপ্রেস এবং দৈনিক জালালাবাদে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
২০১০ সালে তার সম্পাদনায় ইংরেজি ভাষায় সিলেটের প্রথম অনলাইন পত্রিকা সিলেট টুডে ডটকম এর সম্প্রচার শুরু হয়। সাংবাদিকতার একাডেমিক নানা দিক নিয়ে তার বেশ কিছু রিসার্চ ওয়ার্ক দেশে-বিদেশে স্বীকৃতি অর্জন করেছে। ২০১৬ সালে নতুন প্রজন্মের জন্য সাংবাদিকতার কাঠামোগত কলাকৌশল নিয়ে তিনি রচনা করেন ‘গল্পে গল্পে সাংবাদিকতা’ নামে একটি বই। বইটি বাংলাদেশে ব্যাপক পাঠকপ্রিয় হয়।
সত্যনিষ্ট সাংবাদিকতার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সংকট-সম্ভাবনা নিয়ে বহুদিন ধরে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন ইকবাল মাহমুদ। ২০১৮-১৯ সালে তিনি সিলেটের শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এ প্রতিষ্ঠানের নির্বাচিত সহ সাধারণ সম্পাদকসহ অন্যান্য দায়িত্ব পালণ করেন। সাধারণ সম্পাদক থাকাকালে সিলেট প্রেসক্লাবে তার নেতৃত্বে বাস্তবায়িত বহু সৃজনশীল কর্মসূচি দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। এছাড়া, সিলেট অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন- ওজাস এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
ইকবাল মাহমুদ ২০১৮ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কাভার করেন। এছাড়া, পেশাগত ও ব্যক্তিগত কর্মসূচিতে তিনি ইতোমধ্যে ফ্রান্স, ইতালি, জার্মানী, স্পেন, পর্তুগাল, সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, নেপাল, তুরষ্ক ও সাইপ্রাস সফর করেছেন।
শেয়ার করুন