লাখাইয়ের সুনেশ্বর গ্রামের ঈদগাহ মাঠ থেকে ফারুক মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা,জনভোগান্তি চরমে।

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগন্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুনেশ্বর গ্রামের ঈদগাহ মাঠ হইতে ফারুক মেম্বার এর বাড়ী পর্যন্ত রাস্তার বেহাল দশা।রাস্তাটির বেহাল অবস্থায় চলাচলে গ্রামবাসীর ভোগান্তি চরমে।গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন লোকজন পন্য আনা- নেওয়া ও ছাত্র- ছাত্রী রা বিদ্যালয়ে আসতে হয়।এ রাস্তাটি পাকা করে নির্মানের জন্য গ্রামবাসী দিন যাবৎ দাবী জানাচ্ছে।এরই মধ্যে বিগত ভয়াবহ বন্যায় কাঁচা এ রাস্তাটি পানির স্রোতে স্থানে স্থানে ভেঙ্গে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।কোন কোন অংশ রাস্তার পাশ দিয়ে বয়ে চলা খালে বিলীন হতে হতে চলাচল ঝুঁকি পূর্ন হয়ে পড়েছে।এতে পথচারী বিশেষ করে বিদ্যালয়গামী ছাত্র- ছাত্রীরা পড়েছে বিপাকে।বর্তমানে এ রাস্তা দিয়ে পন্য আনা নেওয়া দূরের কথা চলাচল করাই ককষ্টসাধ্য হয়ে পড়েছে।এ অবস্থা চলতে থাকলে এবং রাস্তাটি পূনঃ নির্মান না করলে রাস্তাটি খালের গর্বে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।সরজমিন পরিদর্শনে দেখা যায় বিদ্যালয়গামী শিক্ষার্থীরা খুবই ঝুঁকি নিয়ে চলাচল করছে।এ ব্যাপারে মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি জানান সুনেশ্বর গ্রামের গ্রামবাসীর চলাচলের গুরুত্বপূর্ণ এ রাস্তাটি পূনঃ নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংসলিস্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।চেষ্টা চালিয়ে যাচ্ছি বিহীত ব্যবস্থা করতে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সাথে আলাপকালে জানান এ রাস্তাটি পূনঃ নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *