লাখাইয়ে আজ পৌষসংক্রান্তি

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

আজ রবিবার সনাতন ধর্মাবলম্বী দের অন্যতম ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। লাখাইর সনাতন ধর্মাবলম্বীরা দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে তা পালন করতে যাচ্ছে। পৌষসংক্রান্তির অনুষ্ঠানে অঞ্চলভেদে রয়েছে কিছুটা ভিন্নতা লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীর তাদের ধর্মীয় বিশেষ এ দিনটি ধর্মীয়ভাব গাম্ভীর্যের মাধ্যদিয়ে উদযাপন করে থাকেন।পৌষ সংক্রান্তির পূর্বদিনে অর্থাথ শনিবার (১৪ জানুয়ারি) তারা বাঁঁশ বেত ও খড় দিয়ে পাড়ার লোকজন সম্মিলিতভাবে উন্মুক্ত স্থানে ভেড়ার ঘর নির্মান করে থাকে।এ গৃহে তারা সারারাত্রি স্রষ্টার সান্নিধ্য লাভের ও তাদের দেবতা বিশ্ব দেবের স্তুতি গাইতে থাকে। রাত ব্যাপী চলে গুন- কীর্তন ও ধর্মীয় গানবাজনা ও আলোচনা। প্রত্যষে (১৫ জানুয়ারি) স্নান সমাপন করে তাদের এ ভেড়ার ঘর পুড়ে আগুন পোহায়।
মহামহিম ভীষ্মদেরের চিতা কল্পনায় ভেড়াঘর নির্মিত হয় এবং সংক্রান্তি বা উত্তরায়নের প্রথম প্রহরে স্নান করে পবিত্র হয়ে খড় নির্মিত ভেড়াঘর পুরানো হয়। তারপর বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করা হয়। এটি আসাম এবং সিলেট অঞ্চলের কিছু অঞ্চলে ভেড়াঘর পুরানো অনুষ্ঠানটি পালন করা হয়।এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান আমরা প্রতিবছরের মতো এবারও পৌষ সংক্রান্তির অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। এদিন আমরা প্রত্যুষে ভেড়ার ঘর পুড়ানোর পর দলবেঁধে পাড়ায় পাড়ায় ঘুরে কীর্তন গেয়ে ও লুট দিয়ে থাকি।এ উপলক্ষে প্রতিটি বাড়িতে পিঠা- পুলির আয়োজন ও অতিথি আপ্যায়ন হয়ে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *