এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২২ তারিখে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাখাই উপজেলা প্রশাসনের সভা কক্ষে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলীনুর এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসেন , কালাউক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন ও লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্তাবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। উক্তা সভায় দুর্যোগ ব্যবস্তাপনার উপর বক্তারা বিভিন্ন বিষয় ও কি কি করনীয় তার উপর আলোকপাত করেন।
শেয়ার করুন