লাখাইয়ে পানিউন্নয়ন বোর্ডের হাওর রক্ষায় কাবিটা প্রকল্পের উপজেলা কমিটির স্কীম নির্বাচনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর।
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাইয়ে হাওরাঞ্চলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত,নদী- খাল পূনঃ খননের স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে স্কীম নির্বাচনেট জন্য উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে পাউবোর কাবিটা প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও পাউবোর হবিগঞ্জ এর উপসহকারী প্রকৌশলী আকরাম হোসেন এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কমিটির সদস্য পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) চম্পক দাম, কৃষি কর্মক র্তা শাকিল খন্দকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মতস্য কর্মকর্তা আবু ইউসুফ। সভায় সদস্য সচিব আকরাম হোসাইন বিগত বছরে খোয়াই নদীর লাখাই অংশের বাঁধের কাজের বিষয়ে বিষদ বিবরণ তুলে ধরে আলোচনা করেন এবং চলতি বছর এ প্রকল্পের স্কীম নির্বাচনে সদস্যদের মতামতের ভিত্তিতে কোন কোন স্থানে স্কীম নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়।সভায় খোয়াই নদীর লাখাই অংশের বাদবাকি অংশ সরজমিন পরিদর্শন পূর্বক স্কিম নেওয়ায় বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *