লাখাইয়ে সাস্থ্য কমপ্লেক্স এ খাবার পরিবেশনের অনিয়ম

হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের লাখাইয়ে ডায়রীয়ার পাদুর্ভাব খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী পুরুষসহ ১৮ জন ডায়রীয়ার রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকিয়া চিকিৎসা সেবা নিচ্ছে। এবং ১২ জন নারী পুরুষ জ্বর ও পেটের ব্যথার রোগি ভর্তি আছে।

চিকিৎসা সেবা নিতে আসা রোগিরা জানান, শিশু রোগির বিভিন্ন সিরাপ বাহির থেকে ক্রয় করে নিয়ে আসতে দেখা গেছে।

সরেজমিনি গিয়ে জানা যায়, মশাদিয়া গ্রামের মৃত নুরধন মিয়ার ছেলে জ্বর নিয়ে ৪ দিন যাবত হাসপাতালে ভর্তি। তিনি জানান ৪ দিনের ভিতরে শুধু সকালে নাস্তা ও দুপুরে খাবার পেয়েছি কিন্ত রাতের খাবার কোন দিনই পাই নাই।

তিনি আরো জানান, খাবারের মান খুবই নিম্নমানের ভাতের দুরগন্ধের কারনে ভাত মুখেই দেয়া যায়না। অপর দিকে মুড়িয়াউক গ্রামের শিশু রোগির অভিভাবক মর্জিনা বেগম জানান, আমি আমার শিশু সন্তান কে নিয়ে হাসপাতালে ভর্তি আছে যে কয়দিন হাসপাতালে আছি এ কয়দিন সকাল ও দুপুরের খাবার ছাড়া রাতে কোন খাবার পাইনাই।

এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সাথে আলাপ কালে তিনি জানান, এখন পর্যন্ত কোন রোগি অভিযোগ করে নাই। তবে যদি এ রকম কোন অনিয়ম হয়ে থাকে অবশ্যই এর ব্যবস্থা নিব। ঐ সময় তিনি আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজরিন মজুমদার কে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন।

এ ব্যাপারে হাসপাতালের খাবার পরিবেশক ঠিকাদার শরিফুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি প্রতিদিন সকালে বাজার করে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেই কিন্তু রোগিদের খাবার পরিবেশনের দায়ীত্ব আমার না। যদি কোন প্রকার অনিয়ম হয়ে থাকে সেটা আমার উপর বর্তায় না। এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের দাীত্বরত নার্স সালমা বেগম জানান আমি যতটুকু জানি প্রতিদিন ভর্তিকৃত রোগীর খাবার দুপুর ও রাতের খাবার এক সঙ্গে দুপুরে দেয়া হয়। দুপুরের খাবারের সাথে রাতের খাবার এক সঙ্গে দেয়া হলে খাবারটা কি বাসীখাবার হয়ে যাবেনা মর্মে প্রশ্ন করা হলে ঔ নার্স জানান এটা বাসী খাবার হবে কেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *