লাখাইয়ে ২৫ লক্ষ টাকায় নির্মিত বজ্রপাত নিরোধক ছাউনির উদ্বোধন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাইয়ে ৩ টি বজ্রপাত নিরোধক যন্ত্র, দন্ড ও ছাউনির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) উপজেলায় ৩ টি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বজ্রপাত নিরোধক ছাউনির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্মাহী কর্মকর্তা( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর, করাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ,এডভোকেট আবু জাহির মডেল কলেজ এর অধ্যক্ষ মোঃ রফিক আলী, সংসলিষ্ট প্রকল্প সমুহের সভাপতি বৃন্দ।উদ্বোধন পরবর্তী অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে করাব ইউনিয়নের হাওরের বুরুজবাড়ী নামক স্থানে স্থাপিত ছাউনি সংলগ্ন স্থানে।করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন। সভায় প্রধান অতিথি বলেন এ এলাকায় বজ্রপাত হতে প্রানহানী রোধকল্পে এ বজ্রপাত নিরোধক দন্ড ও যন্ত্রপাতি এবং ছাউনি স্থাপন করা হয়েছে। এ বজ্রপাত নিরোধক যন্ত্র, দন্ড,ছাউনির মাধ্যমে এ এলাকার কৃষকেরা বজ্রপাতে প্রানহানী থেকে রক্ষা পাবে,হাওরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আশ্রয় নিতে পারবে।২০২১-২০২২ অর্থ বছরে এ প্রকল্প বাস্তবায়ন হলে-ও যন্ত্রটি সম্পর্কে ধারনা ও এর ব্যবহার কৃষকদের সচেতনতা সৃষ্টির করতে এ সভায় সকলের প্রতি আহবান জানান তিনি। উল্লেখ্য দূর্যোগব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক ২০২১-২০২২ অর্থ বছরে বজ্রপাত হতে প্রানহানী রোধকল্পে বজ্রপাত প্রবন হবিগঞ্জ জেলায় বজ্র নিরোধক দন্ড, যন্ত্র স্থাপনের জন্য জেলা প্রসাশন লাখাই উপজেলায় ৩ টি প্রকল্পে ২৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এ ৩ টি প্রকল্প লাখাইর করাব ইউনিয়নের হাওরের, মুড়িয়াউকইউনিয়নের হাওরে ও বামৈ ইউনিয়নেরহাওরে বাস্তবায়ন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *