শরণখোলায় গভীর রাতে অগ্নিকান্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি!

জাতীয়

ফরিদুল ইসলাম,
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১০ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী ওয়ার্ডের মনির খলিফার মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দোকানের পাশের বারান্দায় থাকা শহিদুল খলিফার ভাড়ায় চালিত মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। তবে, এলাকাবাসীর ধারণা কে বা কাহারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।

বগী ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ জানান, রাত ১২ টার দিকে মনির খলিফা দোকানের আশপাশ পরিষ্কার করে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যান। রাত সোয়া একটার দিকে পার্শ্ববর্তী আলতাফ মুন্সি প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে নামলে ওই দোকানে আগুন জ্বলতে দেখলে তিনি দৌড়ে মনির খলিফার বাড়িতে খবর দেন কিন্তু ততক্ষনে পুরো দোকনটি পুড়ে ছাই হয়ে যায় এবং দোকানের পাশের বারান্দায় থাকা শহিদুল খলিফার ভাড়ায় চালিত মোটর সাইকেল পুড়ে যায়। তবে তার ধারনা, এ অগ্নিকান্ডের ঘটনা সম্পুর্ণ পরিকল্পিত ঘটনা শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে।

এব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ঘটনা শুনে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। কি ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শরণখোলা, বাগেরহাট।
০১৯৮২৪৯৮০০০

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *