শরণখোলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত!

জাতীয়

ফরিদুল ইসলাম, শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বালক ফুটবলে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল ও বালিকা হ্যান্ডবলে আমেনা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

০৯/০৯/২০২২ (শুক্রবার) সকালে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিঃ শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন (শান্ত)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্রীড়া শিক্ষক বদিউজ্জামান বাদল ও নজরুল ইসলাম আকন বক্তৃতা করেন।

নেতৃবৃন্দ বলেন, মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে নতুন প্রজন্ম কে রক্ষা করতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান সমূহের ক্রীড়া শিক্ষকদের আরো বেশী মনোযোগ দেয়ার আহবান জানান তারা।

ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় স্বাগতিক দল ১-০ গোলে রায়েন্দা রাজৈর আলিম মাদ্রাসা দল কে ও বালিকা হ্যান্ডবলে আমেনা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫-২ গোলে সাউথখালী বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।

উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে তারা বাগেরহাটে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে ।

শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
১০/০৯/২০২২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *