শরণখোলায় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

জাতীয়

ফরিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

(বৃহস্পতিবার) ৩ নভেম্বর দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর-ই আলম সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।


প্রশাসন সূত্রে জানা যায়, শাহিনুর ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর তিনটি দাঁত কেটে ফেলার কারনে অসুস্থ হয়ে পড়লে রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ভূল দন্ত চিকিৎসার অভিযোগের ভিত্তিতে ও চিকিৎসা সরঞ্জামাদি না থাকার দায়ে উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা এলাকার মোঃ আইউব আলীর মালিকানাধীন শাহিনুর ডেন্টাল জোনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময় রায়েন্দা বাজার বাসী খাবার রাখা ও অসাস্থ্যকর পরিবেশ থাকায় উপজেলা সদর রায়েন্দা বাজারের মোঃ ইউনুস আলী আকনের নিউ আজমেরী কফি হাউসকে ৩০ হাজার ও রায়েন্দা বাজার মীনা ভাতের হোটেল মালিক সিদ্দিকুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর-ই আলম সিদ্দিকী জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

শরণখোলা প্রতিনিধি
০৩/১১/২২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *