ফরিদুল ইসলাম, শরণখোলা বাগেরহাট প্রতিনিধি!
বাগেরহাট জেলা প্রাণীসম্পদ দপ্তর আয়োজিত বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ২০ জুন (মঙ্গলবার) সকালে উপজেলা সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শতাধিক ছাত্র /ছাত্রীদের হাতে প্রক্রিয়াজাত দুধের প্যাকেট তুলে দেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুস আলী ও শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সদস্য, রায়েন্দা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এসময় বক্তারা বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে দুধের কোনো বিকল্প নেই শিশুদের প্রতিদিন অন্তত একগ্লাস খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে এবং প্রত্যেক পরিবারে পর্যায়ে গরু -ছাগল পালনের মাধ্যমে শিশুদের দুধের চাহিদা পূরণ করা সম্ভব বলে ব্যাক্তারা অভিমত করেছেন।
প্রসঙ্গত গত ১ জুন জাতীয় ভাবে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
২০/০৬/২৩