শরণখোলায় যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!

জাতীয়

ফরিদুল ইসলাম, বাগেরহাট শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জনপ্রিয় খবরের কাগজ দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। যায়যায়দিন পত্রিকাটির শরণখোলা উপজেলা প্রতিনিধি ও শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ আবু সালেহ এর আয়োজনে মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টায় শরণখোলা উপজেলা প্রেস ক্লাবে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ সময় শরণখোলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজার সভাপতিত্বে জন্মদিনের কেক কেটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখোলা উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মেজবা উদ্দিন খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক হেলাল তালুকদার, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক এম.এইচ. শাহীন, আবদুল্লাহ আল তুহিন, আল মামুন রানা, মোঃ রাজ্জাক হোসেন রাজু , ফরিদুল ইসলাম, আবু রায়হান ও মুসা প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
১৩/০৬/২৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *