ফরিদুল ইসলাম,
শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ৪ দলীয় ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
শরনখোলা উপজেলার ৪ টি ইউনিয়নে ৪ টি দল অংশগ্রহন করেন।উদ্বোধনী খেলায় ২ নং খোন্তাকাটা ইউনিয়ন ও ৪ নং সাউথখালি ইউনিয়ন অংশগ্রহণ করেন। উদ্বোধনী প্রথম খেলাটি গোলশূন্য থাকায় টাইব্রেকার এর মাধ্যমে ৪ নং সাউথখালি ইউনিয়ন জয়ী হয়।২য় খেলায় ১নং ধানসাগর ইউনিয়ন ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। এই খেলাটিও গোল শূন্য থাকায় টাইব্রেকার এর মাধ্যমে ১ নং ধানসাগর ইউনিয়ন জয়ী হয়।
খেলা শেষে জয়ী ২ দলের হাতে পুরস্কার তুলে দেন শরনখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন (শান্ত), শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর-ই আলম সিদ্দিকী, শরনখোলা উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, শরনখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৩নং রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিলন,শরনখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, শরনখোলা উপজেলার মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা ও শরণখোলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন,২ নং খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন সহ শরনখোলা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এবং শরনখোলা উপজেলার ৪ টি ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
০৫/০৮/২০২২