শরণখোলায় সবজির ক্ষেত থেকে ৮ ফুট লম্বা দারাশ সাপ উদ্ধার!

জাতীয়

ফরিদুল ইসলাম,
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট শরণখোলায় সবজির ক্ষেত থেকে ৮ ফুট লম্বা ও ৩ কেজি ওজনের একটি দারাশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুর ১২ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের মোঃ আনিছুর রহমান মাতুব্বর এর বাড়ী সবজির ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

মোঃ আনিসুর রহমান মাতুব্বর জানান, দুপুর ১২ টার দিকে তার স্ত্রী সবজি ক্ষেতে সবজি তুলতে গেলে জালের সাথে জড়ানো একটি দারাশ সাপ দেখতে পান। পরে বন ও বন্যপ্রাণী রক্ষা দলের (ভিটিআরটি) দলনেতা জাকারিয়া হোসাইনকে খবর দিলে তার টিম সহ উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করেন।

উপজেলার সোনাতলা মডেল বাজার পানিরঘাট ভিটিআরটি দলনেতা মোঃ জাকারিয়া হোসাইন বলেন, সংবাদ পেয়ে দক্ষিণ সোনাতলা বিসিএফ এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন কৌশলে সাপটিকে উদ্ধার করে শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে সাপ ধরার বিষয়টি জানাই। বিকেলে বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে শরণখোলা ষ্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
০৩/০৮/২৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *