শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরনখোলার লোকালয় থেকে একটি হরিণ ও অজগর উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) বিকেলে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এদিকে গ্রামবাসীর হাতে আহত হরিণটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার দুপুরে উপজেলার সোনাতলা ও ঢালিরঘোপ পৃথক দুটি এলাকা হতে একটি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি অজগর ও একটি হরিণ বনসংলগ্ন সোনাতলা ও ঢালিরঘোপ গ্রামে চলে আসে। গ্রামবাসীরা হরিণ ও অজগরটিকে আটক করে। খবর পেয়ে বনরক্ষীরা সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে অজগর ও ঢালিরঘোপ থেকে হরিণ উদ্ধার করে ভোলা ফরেস্ট টহল ফাঁড়িতে নিয়ে যায়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে উদ্ধার করা চিত্রল হরিণটি ছোটাছুটির সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার করা ১০ ফুট লম্বা অজগরটিকে রবিবার বিকেলে ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনে ছেড়ে দেওয়া হয়েছে।