শহিদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা

মৌলভীবাজার

মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে মাতৃভাষা ফুল দেওয়াকে কেন্দ্র করে পুলিশের উপর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে দেখা দেয় উত্তেজনা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে এই ঘটনা ঘটে।

রাত ১২টা ১মিনিটে প্রটোকল অনুযায়ী প্রথমে মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুলের তোড়া শহিদ মিনারে অর্পণ করতে যান। তখন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি নেছার আহমদ পুলিশের ব্যারিকেড সরিয়ে দিতে বলেন। একপর্যায়ে তিনি পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগুনোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে এসে হামলা করে।

এদিকে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতিনিধিদল, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান।

পরে স্লোগান দিয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ব্যানারে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের পুষ্প অর্পণের সময় যুবলীগ সহ-সম্পাদক শিমুল আহমেদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান রনি, ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমীন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ-সভাপতি আব্দুস সামাদ, কিবরিয়া, সিভাজেড শামিম, লিপ্পন, সৌমিক, সাঈদ রাজা, সায়েক, রুপসান, মনুয়ার, তানভির আহমদ চৌধুরী, আবির শেখ হেলাল পুলিশের উপর হামলা চালান। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এনিয়ে মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *