শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ এই স্লোগানকে প্রতিপাদ্য মোংলায় পালিত হয়েছে শিক্ষক দিবস।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসে। পরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় শিক্ষকদের মর্যাদায় দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইমলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এতে অংশ নেন।
শেয়ার করুন