শিক্ষাক্রম বাতিলের দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

সিলেট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, নতুন বছরের পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় যুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। শিক্ষাব্যবস্থা থেকে ইসলামী আদর্শ মুছে দিয়ে অশ্লীলতা, পৌত্তলিকতা শিক্ষা সংযুক্তির মাধ্যমে ইসলামবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে সরকার। আমরা অবিলম্বে এ নীতিহীন সিদ্ধান্ত বাতিল করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষানীতি, শিক্ষা আইন ও পাঠ্যসূচি প্রণয়ন করার জোর দাবি জানাচ্ছি।
তিনি বৃহস্পতিবার কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে রাষ্ট্র ও মুসলিম জাতিসত্ত্বার চেতনাবিরোধী বিকৃত ইতিহাস ও ভিনদেশি অপসংস্কৃতিতে পরিপূর্ণ শিক্ষাক্রম বাতিলের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার সেক্রেটারী জহির উদ্দিন শিপন সহ মহানগর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নতুন বছরের পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় যুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মের ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। পাঠ্যপুস্তকে ডারউইনের বিতর্কিত মতবাদ, মুসলিম প্রধান বাংলাদেশে হিন্দুত্ববাদ, হাজার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, নগ্ন ও অশ্লীল ছবি যুক্ত করা এবং বাংলাদেশের কৃষ্টিকালচার বিরোধী বিষয় অন্তর্ভুক্ত করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিপথগামী করার চেষ্টা করেছে। বইগুলোতে সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে ইসলাম এবং মুসলমান প্রসঙ্গ। শুধু এড়িয়েই যাওয়া হয়নি, বরং, ইসলাম এবং মুসলিম ধর্মাচার বিদ্বেষী করে তোলার চেষ্টা করা হয়েছে। মুসলিম ঐতিহ্যকে হেয় করা হয়েছে সুকৌশলে। পাশাপাশি বইগুলোতে যৌন বিকৃতিকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের সামনে এমন বিতর্কিত বিষয় উপস্থাপন ধর্মপ্রাণ মুসলাম মেনে নিতে পারেনা। অবিলম্বে পাঠ্যপুস্তকের বিতর্কিত বিষয় প্রত্যাহার করতে হবে এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন ওয়ার্ড, থানা শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *