শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবধানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন বরেন্য শিক্ষাবিদ মুফতি সামছুল ইসলাম

মৌলভীবাজার

মোঃ রেজাউল ইসলাম শাফি,
কুলাউড়া প্রতিনিধি:

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবধান রাখায় আলোকিত মানুষের জন্য সংগঠন কর্তৃক মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ডে ভুষিত হয়েছেন বরেন্য শিক্ষাবিদ,মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মাওলানা মুফতি সামছুল ইসলাম।
গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উপদেষ্টা নজরুল ইসলাম, সংস্থার চেয়ারম্যান আতাউল্লাহ খান,রাজনৈতিক ও মানবাধিকার ব্যক্তিত্ব এ টি এম রফিকুল ইসলাম, ফাউন্ডেশনের মহাসচিব এস এইচ রহমান ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসমা বেগম।
মাওলানা মুফতি সামছুল ইসলাম আন্জুমানে আলইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, জমিয়তুল মুদারেছিন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সততা দক্ষতা ও কর্মনিষ্ঠতার সাথে। এছাড়া তিনি ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *