তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের ফলে শিক্ষার মান বেড়েছে। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে গড়ে উঠছে।’ শিক্ষার উন্নয়ন ও প্রসারে সরকারের পাশাপাশি বিত্তবান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, সরকার শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে সারা দেশের লাখ লাখ শিক্ষার্থীকে সহায়তা দিয়ে যাচ্ছে। শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠন করে সারাদেশে শিক্ষা প্রসারে উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন শুরু করে এবং সেটাতে সাফল্যও পায়। সরকার শিক্ষাকে বহুমুখী করার পদক্ষেপ নিয়ে প্রযুক্তির শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়। বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও আওয়ামী লীগ সরকার করে।
শিক্ষার বিস্তার ও প্রসারে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করতে হবে। আধুনিক যুগে যে ধরনের বিষয় লাগে সেদিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এটা শুধু দেশে না, বিদেশেও। আর আমাদের দেশে এ জন্যই প্রয়োজন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধাম শিক্ষক মছব্বির আলী, গোয়াইনঘাট উপজেলা
আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুবায়ের আহমদ জুবের, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাশিদ আলী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সদরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল
প্রমুখ।
উল্লেখ্য, সকাল ১২ টায় মন্ত্রী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে জাস্ট হেল্প আই হাসপাতালের ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে চক্ষু শিবির পরিদর্শন করেন। দুপুর ২টায় বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। বিন্নাকান্দি-গুলনি চা-বাগান রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এছাড়াও হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
শেয়ার করুন