সিলেটের শিবগন্জে নবারন ২/২ বাসার রাস্তা নিয়ে মারধরের অভিযোগে পার্শবর্তী বাসার মালিক ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতি বার ২১ এপ্রিল ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইফতেখার শামীম এ মামলা দায়ের করেন।
আসামিরা হলেন—রাসেল আহমদ চৌধুরী,সিতার আহমদ মুন্না,সুলতান মিয়া,সৈয়দ শায়েক,মোঃ দিলাল মিয়া,সৈয়দ একেএম নজরুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, গত ৮ মার্চ ২০২৩ ইং আসামী সৈয়দ একেএম নজরুল ইসলাম ও তার সঙ্গীয়রা বাদীকে মেরে ফেলার উদ্দেশ্যে গলা চেপে ধরেন। আসামি রাসেল আহমদ চৌধুরী ও সিতার আহমদ চৌধুরী কিল-ঘুষি ও লাথি মেরে জখম করেন। এরপর আসামিরা বাদীকে মারধর ও নির্যাতন করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে নালিশকারীকে ১ নং আসামী রাসেল আহমদের গাড়ী দিয়ে আলুর তল এলাকায় নিয়ে যান আসামিরা জি আই পাইপ দিয়ে মারাত্মক ভাবে জখম করেন। পরে অজ্ঞান অবস্হায় একজন সিএনজি চালক নালিশকারীকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।
এ বিষয়ে শাহপরান থানার ইনচার্জ জানান ইফতেখার আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন । আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।
শেয়ার করুন