হবিগঞ্জের নবীগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ মার্চ) সকালে শিবগঞ্জ বাজারে নবীগঞ্জ উপজেলার পুরানগাঁওয়ের একটি শিশুর সঙ্গে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের এক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে দুপুর ১২টায় ওই দুই গ্রামের লোকজন বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বলেন, দুটি শিশুর ঝগড়া নিয়ে দুই উপজেলার দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেয়ার করুন