বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী আগামী ২৮ সেপ্টেম্বর। দিবসটি পালন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, কেক কাটা, আনন্দ র্যালি, মিলাদ দোয়া ও শিরনি বিতরণ।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হবে। ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ র্যালি শুরু হবে এবং শেষ হবে চৌহা্ট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেদিন বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হবে।
এসব কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
শেয়ার করুন