শোকাবহ আগস্টে শাল্লা উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা

সুনামগঞ্জ

শাল্লা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি ::

১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শাল্লা উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১আগস্ট সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি উপানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার, অর্থ সম্পাদক কাজী বদরুজ্জামান, সদস্য বাদল চন্দ্র দাস ও প্রীতম চন্দ্র দাস।

বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধিকা আন্দোলনের অগ্রনায়ক। আমরা যে আজ স্বাধীনভাবে কলম দিয়ে লিখে যাচ্ছি প্রকৃতপক্ষে এ অবদান তাঁর। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয় স্থানীয় সংবাদকর্মীদের। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করারও আহ্বান জানান নেতৃত্ববৃন্দ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় শাল্লা উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *