শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৭টি দোকান পুড়ে ছাই

মৌলভীবাজার

দোকান তো পুড়ে নাই, পুড়ে গেছে আমার জীবন। ঋণ করে ফুটপাতে দোকান দিয়ে পরিবার নিয়ে কোন মতে জীব নযাপন করছি। আজ দোকান আগুনে পুড়ে ছাই, পরিবার নিয়ে কোথায় যায়? ঋণের টাকা কোথায় থেকে দেই? এমনই বললেন ফুটপাতে ব্যবসায়ী মোকলিছ মিয়া।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড ও পোষ্ট অফিস রোডের যমুনা পেট্রলপাম্প সংলগ্ন পুরাতন কাপড়ের ৩৭টি দোকান পুড়ে ছাই। পাম্পে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাক ও আগুনে পুড়ে যায়।শনিবার ভোররাত ৪টায় সময় আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থায়ীরা।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোথায় থেকে আগুনের সূত্রপাত

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলতে পারেননি। তবে তারার জানান, তদন্ত করে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে পরবর্তীতে জানানো হবে। যদি পাম্পে আগুন ছড়িয়ে যেত তবে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো।এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক জানান, আগুন লেগেছে কারেন্টের ট্রান্সমিটার থেকে যখন ট্রান্সমিটার থেকে আগুনের ছিটা চারদিকে পড়ছে আর প্রত্যেক দোকানে আগুন বৃদ্ধি পাচ্ছিল।

তিনি ফায়ার সার্ভিসের সকলকে ধন্যবাদ জানান আর বলেন এত আন্তরিকতার সাথে কাজটি করার জন্য যদি ওনারা সময়মতো না আসতেন শ্রীমঙ্গলে কি পরিমাণ ক্ষতি হতো তা বলে শেষ করা যাবে না। পেট্রোল পাম্পের ভিতরে থাকা নতুন মিনি ট্টাক আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

অপরদিকে সাইফুর রহমান মার্কেট এর সাধারণ সম্পাদক জানান, ৩৭ দোকান আগুনে পুড়েছে ক্ষতি হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকারও বেশি। এই ক্ষুদ্র দোকানদাররা সবাই ঋণ করে অনেক কষ্ট করে দোকান দিয়েছে এই দোকান দিয়ে তাদের পেটে ভাত জোগায়, সন্দেহ হচ্ছে কেউ এখানে আগুন লাগিয়েছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইনচার্জ সাব ইন্সপেক্টর মো.আবু তাহের জানান, আমরা ৪টা ১৯ মিনিটে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসি। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিটের চারটি লাইন দিয়ে এবং মৌলভীবাজার থেকে একটি ইউনিট একটি লাইন দিয়ে আমরা তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।পুরান কাপড়ের দোকানগুলি পুড়ে গেছে।

এদিকে, ঘটনাস্থলে সকালে সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ

চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মর্কতা আলী রাজিব মাহমুদ মিঠন পরিদর্শন করেছেন দোকানীদের সান্তনা দিয়ে ক্ষতিগ্রস্ত দোকানীদের সহযোগিতা করার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *