ছাতক প্রতিনিধিঃ
ছাতক প্রেসক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ইতিবাচক সাংবাদিকতার ভুয়সী প্রশংসা করে বলেন, ছাতকের প্রজেটিভ সাংবাদিকতা তার সরকারী সকল কার্যাক্রমে প্রভাবক হিসেবে কাজ করেছে। সরকারী সকল উন্নয়নমুলক কার্যক্রম তথ্যনির্ভরতার সহিত প্রচার করেছেন এখানের সাংবাদিকরা। ফলে উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে আরো উৎসাহিত হয়েছেন তিনি।
সোমবার দুপুরে ছাতক প্রেসক্লাবে তাকে দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠিানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এসব কথা বলেন। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, ছাতক সরকারী ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক থানার ওসি(তদন্ত) আরিফ আহমদ, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, ছাতক থানার এসআই মাসুদ খান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ্র প্রমূখ। অনুষ্ঠানে সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী এড. আব্দুস ছালাম, বাংলাদেশ মণিপুরী যুবকল্যান সমিতি কেন্দ্রিয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মিলন কুমার সিংহ, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক বিজয় রায়, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবিদুর রহমান, সদস্য রাজ উদ্দিন, এড. হামিদুর রহমান বাবলু, আমিনুল ইসলাম আজির, হাবিবুর রহমান নাছির, মাহবুব আলম, সদরুল আমিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, আমির আলী, সেলিম মাহবুব সহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
শেয়ার করুন