গ্যাস-বিদ্যুৎ-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি বাসদের

সিলেট

গ্যাস-বিদ্যুৎ-সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২০ এপ্রিল শনিবার বিকাল ৫টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে র সামনে মানববন্ধনে বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি, মিন্টু যাদব, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, হারুন মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্চিতা শর্মা, প্রমূখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন,অস্হিতিশীল বাজার,দ্রব্যমূল্যের চাপে মানুষ দিশেহারা।ব্যাংক ব্যবস্থা, রিজার্ভ সংকট, বাণিজ্যিক সিন্ডিকেট, টাকা পাচার প্রভৃতি কারণে অর্থনৈতিক সংকট তীব্র।৭জানুয়ারি আমি-ডামি নির্বাচনের পর রাজনৈতিক-অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। বক্তারা বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে ও গ্যাস-বিদ্যুৎ-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *