মুরশিদে বরহক হজরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, দ্বীনি শিক্ষা সমাজ ও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিক্ষাকে জারি রাখতে হবে। কোনো অপ্রত্যাশিত আক্রমণ আসলে তুরস্ক থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ইকামতে সালাতের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সাধ্যমতো মানুষের সেবা করতে হবে।
গত বন্যায় দেখেছি, তালামীযে ইসলামিয়ার কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গা মজলুমদের পাশে গিয়েও তাদের দাঁড়াতে দেখেছি। এ ধারা যেন অব্যাহত থাকে। এ কাফেলার গন্তব্য মদিনা মুনাওয়ারা। তাই দুনিয়াবি কোনো স্বার্থে নয়; বরং খালিসভাবে আমাদের দায়িত্ব আঞ্জাম দিতে হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেট আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট বিভাগীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, শুরু থেকে সবসময়ই ইসলামের শত্রু ছিলো, আজও আছে। ইসলামের শত্রুরা নানাভাবে এ ধর্মের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করে। আমাদেরকে এর মুকাবিলা করতে হবে।
নতুন কারিকুলামে স্কুল-কলেজে ধর্মশিক্ষা ও মাদ্রাসায় ইসলামী বিষয়কে গুরুত্বহীন করা হচ্ছে। মনে রাখা দরকার, ধর্ম বাদ দিলে পৃথিবীতে চলা অসম্ভব। ধর্মশিক্ষা মানুষকে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখে, ইনসাফের পথে পরিচালিত করে। তাই ধর্মীয় শিক্ষার উপর কোনো আঘাত আসলে তা সহ্য করা হবে না।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুজতবা হাসান চৌধুরী নুমানের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস এম মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দুলাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমীন খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদির, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিমকোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারমম্যান ড. মুহাম্মদ শহীদুল হক, সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন